Fire Break Out | কাঁকুড়গাছিতে বিদ্ধংসী অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

Thursday, August 22 2024, 5:43 am
Fire Break Out | কাঁকুড়গাছিতে বিদ্ধংসী অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
highlightKey Highlights

কাঁকুড়গাছির লোহাপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন।


কাঁকুড়গাছির লোহাপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের শিখা বের হতে দেখেন। নিমেষে আশেপাশের আরও চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ওই প্লাস্টিকের কারখানায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলেই জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কারখানার ভিতরে যে কর্মীরা ছিলেন, তাদের উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দারাই। সব মিলিয়ে মোট ২০টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File