তুরস্কের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত কমপক্ষে ৮ জন।
Sunday, December 20 2020, 12:03 pm
Key Highlightsতুরস্কের একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে প্রাণ হারালেন কমপক্ষে আট জন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত গাজিয়ানটেপ প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুরস্কের বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি জায়গাতেও আক্রান্তদের ভরতি করা হচ্ছে। শনিবার গাজিয়ানটেপ প্রদেশের সানকো বিশ্ববিদ্যালয়ের আইসিইউ বিভাগে একটি অক্সিজেন সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। কিছুক্ষণ বাদে পুরোপুরি ভস্মীভূত হয়ে পড়ে হাসপাতালটি। এর জেরে এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই হাসপাতালে ভরতি থাকা বাকি ১১ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- তুরস্ক
- কোভিড হাসপাতাল
- অগ্নিকান্ড

