Train Fire | চলন্ত ট্রেনে অগ্নিকান্ড, প্রাণ বাঁচাতে পাশের ট্র্যাকে ঝাঁপ যাত্রীদের!

চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিনে লেগে গেল আগুন। শনিবার এই ভয়াবহ ঘটনাটি ঘটে বিহারের বেগুসরাইয়ে। তিলরথ থেকে জামালপুরগামী একটি ট্রেনে আগুন লেগে যায়।
বড়োসড়ো ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বিহার। সূত্রের খবর, শনিবার বিহারের বেগুসরাইয়ে এ ঘটনাটি ঘটেছে। ওদিন তিলরথ থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো একটি যাত্রীবোঝাই ট্রেন। ধানোলি ও ফুলওয়ারিয়ার মাঝামাঝি পৌঁছতেই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি পাশের ট্রাকে নেমে পড়েন। সেসময় পাশের ট্রাকে খাগারিয়া থেকে আসা একটি ইন্টারসিটি এক্সপ্রেস আসছিলো। তড়িঘড়ি ব্রেক কষেন চালক। ফলে ভয়াবহ পরিণতি থেকে কোনোমতে রক্ষা পায় যাত্রীরা।
- Related topics -
- দেশ
- বিহার
- অগ্নিকান্ড
- ট্রেন
- লোকাল ট্রেন