Dhapa Fire | ইএম বাইপাস সংলগ্ন ধাপায় আগুন! ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছটি ইঞ্জিন!

ফের শহর কলকাতায় অগ্নিকান্ড! শনিবার ইএম বাইপাস সংলগ্ন ধাপায় আগুন লাগে বলে খবর।
ফের শহর কলকাতায় অগ্নিকান্ড! শনিবার ইএম বাইপাস সংলগ্ন ধাপায় আগুন লাগে বলে খবর। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে আগুনের তাপের জেরে কাজ করতে অসুবিধা হচ্ছে দমকল কর্তৃপক্ষের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রান্সফর্মারে বিস্ফোরণ থেকে আগুন লাগে। আবার মনে করা হচ্ছে, একটি প্লাস্টিক এবং টায়ারের দোকানে আগুন লাগে। আগুনের জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
- Related topics -
- শহর কলকাতা
- অগ্নিকান্ড
- দমকল