Park Circus | পার্ক সার্কাস স্টেশন লাগোয়া এলাকায় অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Monday, January 20 2025, 12:40 pm
highlightKey Highlights

পার্ক সার্কাস স্টেশন লাগোয়া কেকের কারখানায় আগুন লাগে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।


ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ড! জানা গিয়েছে,পার্ক সার্কাস স্টেশন লাগোয়া কেকের কারখানায় আগুন লাগে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। কিন্তু এলাকা ঘিঞ্জি ও গলি সরু হওয়ায় একাধিক ইঞ্জিন কারখানার কাছে পৌঁছতে পারেনি। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে তার আশেপাশে রয়েছে মড়া ও তামা জিনিসপত্র তৈরির কারখানা ও গোডাউন। যেখানে দাহ্য পদার্থ রয়েছে। সূত্রে খবর, স্টেশনেও আগুন ছড়াচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File