Kolkata Medical College Fire | অস্ত্রোপচার চলাকালীন ওটিতে লাগলো আগুন, ভরদুপুরে কলকাতা মেডিকেল কলেজে ছড়াল আতঙ্ক
বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হাসপাতালের জরুরি বিভাগের ওটিতে আগুন আতঙ্ক ছড়ায় বলে খবর।
ভরদুপুরে কলকাতা মেডিকেল কলেজে আগুন আতঙ্ক। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় ক্যাজুয়ালটি ওটি বিভাগে। ওই বিভাগে অর্থোপেডিক ও সার্জারি বিভাগের আপৎকালীন অস্ত্রোপচার করা হতো। একটি অস্ত্রোপচার চলাকালীন বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হঠাৎ ওটির একটি স্টেবলাইজার থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় অপারেশন। আতঙ্ক ছড়ায় রোগীর পরিবার পরিজনের মধ্যে। নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে আহত হয়নি কেউ। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিলো।