Vidyasagar Setu | দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকান্ড! প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ যাত্রীদের!

Thursday, April 17 2025, 6:29 pm
highlightKey Highlights

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকান্ড! দাউ দাউ করে জ্বলতে থাকে যাত্রীবাহী বেসরকারি বাস।


দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকান্ড! দাউ দাউ করে জ্বলতে থাকে যাত্রীবাহী বেসরকারি বাস। প্রাণ বাঁচাতে কেউ কেউ বাসের জানলা দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেন। বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে হাওড়াগামী লেন ধরে যাচ্ছিল বাসটি। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার পর হঠাৎ চাকায় আগুন লাগে যায় বাসটির। প্রত্যক্ষদর্শীরা জানান, এতটাই ভয়াবহ আগুন লাগে যে ব্রিজের নীচে থাকা ঝুপড়িতেও সেই আগুন লেগে যায়। ৩টি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় কোনও হতাহত হয়নি, তবে অধিকাংশ জিনিসপত্র পুড়ে গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File