ED Office Fire | ED দপ্তরে লাগলো আগুন! নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা গোয়েন্দাদের
Sunday, April 27 2025, 3:40 am

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের ইডি দপ্তরে। একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা।
শনিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ড মুম্বইয়ের ইডি দপ্তরে। একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা গোয়েন্দাদপ্তরের। সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনে ইডি দপ্তরে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলের ১২ টা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় হতাহতের খবর মেলেনি। কোনোরকম ক্ষয়ক্ষতির কথা জানায়নি ইডি কতৃপক্ষ। কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
- Related topics -
- দেশ
- মুম্বাই
- মুম্বাই পুলিশ
- ইডি
- ইডি অফিসার
- ইডি স্পেশাল ডিরেক্টর
- দমকল
- ভারত