Tirupati Temple | পদপিষ্টর ঘটনার পর আগুন! তিরুপতি মন্দিরে অগ্নিকান্ডে আতঙ্কে ভক্তরা

Monday, January 13 2025, 11:48 am
Tirupati Temple | পদপিষ্টর ঘটনার পর আগুন! তিরুপতি মন্দিরে অগ্নিকান্ডে আতঙ্কে ভক্তরা
highlightKey Highlights

তিরুপতি মন্দিরে অগ্নিকান্ড! সোমবার বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু সরবরাহ কাউন্টারে আগুন লাগে বলে খবর।


তিরুপতি মন্দিরে অগ্নিকান্ড! সোমবার বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু সরবরাহ কাউন্টারে আগুন লাগে বলে খবর। জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে প্রসাদের কাউন্টারে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্ক সৃষ্টি হয় পুণ্যার্থীদের মধ্যে। তবে কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রসঙ্গত, দিন কয়েক আগেই মাত্রারিক্ত ভিড়ের কারণে তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে ছ’জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও বেশ কয়েক জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File