Fire at Mahakumbh Mela | মহাকুম্ভ মেলায় আগুন! জ্বলে গিয়েছে সন্ন্যাসীদের টেন্ট!
রবিবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলা প্রাঙ্গনে আগুন লাগে বলে জানা গিয়েছে।
মহাকুম্ভ মেলায় আগুন! রবিবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলা প্রাঙ্গনে আগুন লাগে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। সূত্র মারফত খবর, সন্ন্যাসীদের একটি টেন্টে সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সেই টেন্ট। এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যত্র। শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর ১৯ চত্বরে আগুন লেগেছে বলে খবর। পুড়ে গিয়েছে সন্ন্যাসীদের একাধিক তাঁবু! কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায় চারপাশ। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- মহাকুম্ভ
- অগ্নিকান্ড