বিনোদন

Sanjay Leela Bhansali | কাজ করিয়ে টাকা দিচ্ছেন না! সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, দায়ের হলো FIRও

Sanjay Leela Bhansali | কাজ করিয়ে টাকা দিচ্ছেন না! সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, দায়ের হলো FIRও
Key Highlights

সঞ্জয় লীলা বনশালি-সহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে রাজস্থানের বিকানেরে এফআইআর দায়ের করা হয়েছে।

বর্তমানে রাজস্থানে নিজের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এর শুটিং করছেন সঞ্জয় লীলা বনশালি। এবার এই সিনেমা নিয়েই আইনি জটে বনশালি। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রোডিউসার প্রতীক রাজ মাথুর সঞ্জয় লীলা বনশালি সহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে রাজস্থানের বিকানেরে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বনশালী তাঁকে লাইন প্রোডিউসার হিসাবে নিযুক্ত করেও পরে সরিয়ে দিয়েছেন। বিনা পারিশ্রমিকে তাঁকে দিয়ে কাজও করিয়ে নিয়েছেন! আগামী বছরের মার্চে মুক্তি পাবে ছবি, তাঁর আগেই এই বিপত্তি।