Rahul Gandhi | কংগ্রেস-বিজেপির হাতাহাতির ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের FIR
বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা।
রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হলো FIR! বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা। এই সংঘর্ষে ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ, ওই দুই সাংসদই জখম হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায়। রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। এরপরই অনুরাগ ঠাকুর সহ ৩ বিজেপি সাংসদ সংসদ মার্গ থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিজেপি
- বিজেপি কর্মী
- কংগ্রেস
- রাহুল গান্ধী
- ভারত
- দেশ