TRAI | স্প্যাম কল-ম্যাসেজ পাঠালেই ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা! কড়া নিয়ম TRAI এর!

Friday, February 14 2025, 10:48 am
highlightKey Highlights

স্প্যাম কলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI।


স্প্যাম কলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI। জানানো হয়েছে, এবার থেকে যেসব টেলিকম কোম্পানি বারবার স্প্যাম বা অবাঞ্চিত বা হয়রানিমূলক ফোন কল এবং অযাচিত মেসেজ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করবে তাদের ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি সমস্ত টেলিকম অপারেটরদের রিয়েল টাইমে সম্ভাব্য স্প্যামারদের শনাক্ত করার নির্দেশও দিয়েছে TRAI। এই নতুন নিয়মগুলি আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে কার্যকর হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File