Howrah | অবশেষে স্বস্তির নিঃশ্বাস ! ৪ দিন পর জল সংকট মিটলো হাওড়াবাসীর
Sunday, March 23 2025, 4:35 pm
Key Highlightsরবিবার সন্ধ্যেয় হাওড়ার যে এলাকায় জলের সমস্যা তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে। স্বস্তিতে এলাকার বাসিন্দারা।
৪ দিন পর অবশেষে হাওড়ায় স্বাভাবিক হলো জল সরবরাহ ব্যবস্থা। বুধবার রাতে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে। ধসের জেরে ফেটে যায় শিবপুর ও উত্তর হাওড়া কেন্দ্রের জল সরবরাহের মূল পাইপলাইন। ফলে চরম জলসংকটে পড়েন বাসিন্দারা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজে নেমে পড়ে পুরসভার ইঞ্জিনিয়াররা। শনিবার শিবপুর সহ হাওড়ার বেশ কিছু এলাকায় জল সরাবরাহ স্বাভাবিক হয়। আজ বাকি এলাকাগুলিতেও জল সরবরাহ চালু হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- হাওড়া পুরসভা
- হাওড়া
- হাওড়া জেলা
- জল

