Ramoji Rao | প্রয়াত ফিল্মসিটির প্রতিষ্ঠাতা-ইটিভি নেটওয়ার্কের কর্ণধার রামোজি রাও!
প্রয়াত ফিল্মসিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও। সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
প্রয়াত ফিল্মসিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও। সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার স্বাস্থ্যের অবনতির ঘটায় তাঁকে হায়দরাবাদের স্টার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ, শনিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের ‘রুপার্ট মারডক’। রামোজি রাও ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান। তিনি জাতীয় পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন। নয়ের দশকে হায়দরাবাদে ‘সিনে শহর’ বা ফিল্মসিটির গোড়াপত্তন করেন তিনি।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- টলিউড
- সেলিব্রিটি