গ্লোবাল ভারচুয়াল ফিল্ম ফেস্টিভ্যালে দেখতে পাবেন নিজের তৈরি ছবি! কিভাবে আবেদন করবেন?
Friday, December 18 2020, 11:47 am
Key Highlights
করোনা পরিস্থিতিতে পিছিয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শীতের আমেজে এবছর নন্দন চত্বরে সিনেমা দেখা হল না। তবে নিউ নর্মালকে আপন করে নিতে শিখছেন সিনেপ্রেমীরা। নতুন ধারা মেনে ভারচুয়াল জগতেই নতুনভাবে গ্লোবাল ভারচুয়াল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এর আয়োজন করেছে ‘ফিল্ম ও ফেস্টস’। এমন এক চলচ্চিত্র উৎসব যার সঙ্গে ছোটবড় সকলেই যুক্ত হতে পারবে। পাঠাতে পারবে নিজেদের সৃষ্টি। সব কিছুই হবে www.filmofests.com অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
- Related topics -
- বিনোদন
- করোনা পরিস্থিতি
- শহর কলকাতা
- কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
- ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১