FIFPro | ২০২৪ সালের বিশ্বের সেরা একাদশের তালিকা প্রকাশ করলো FIFPro! মেসি-রোনাল্দো, এমবাপে ছাড়াও কারা রয়েছেন দলে?
Tuesday, December 3 2024, 9:12 am
 Key Highlights
Key Highlights২০২৪ সালে বিশ্বের সেরা একাদশের জন্য মনোনীত ২৬ জন ফুটবলারদের তালিকা প্রকাশ করলো ফিফপ্রো।
২০২৪ সালে বিশ্বের সেরা একাদশের জন্য মনোনীত ২৬ জন ফুটবলারদের তালিকা প্রকাশ করলো ফিফপ্রো। সেই তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনাল্দো। তালিকায় জায়গা পেয়েছেন এমবাপে, লামিন ইয়ামাল, অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেন, ব্যালন ডি'অর জয়ী রদ্রি, ভার্জিল ভ্যান ডাইক, রিয়ালের কারভাহাল ও রুডিগার ছাড়াও ম্যাঞ্চেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ৩ জন করে ফুটবলার। তবে তালিকায় জায়গা পায়নি দুরন্ত ফর্মে থাকা লিভারপুল তারকা মহম্মদ সালাহ।

 
 