AIFF | FIFA-র কড়া পত্রবোমায় জেরবার ভারতীয় ফুটবল ফেডারেশন, নির্বাচনের জন্যে দেওয়া হচ্ছে চাপ

এআইএফএফ-কে চিঠি লিখে ফিফা সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছে।
ভারতীয় ফুটবলের বিশৃঙ্খলা ও অব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা FIFA। ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়ে নির্বাচনের সময়সীমা বেঁধে দিলো তাঁরা। ফিফার চিঠিতে ফিফা ও এএফসি’র তরফ থেকে তিনটি পয়েন্টে বলা হয়েছে, ১) ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। ২) ফিফা ও এএফসি’র নিয়মনীতি অনুসারে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। ৩) এআইএফএফের পরবর্তী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদিত করতে হবে। ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান পাশ করিয়ে নির্বাচন করতে হবে।