FIFA World Cup | FIFA বিশ্বকাপ ২০২৬-এর টিকিট পাবেন অক্টোবরেই, দর ছুঁয়েছে ৫০০০এর গন্ডি! কিনবেন কীভাবে?
Thursday, September 11 2025, 6:55 am

FIFA.com/tickets এই সাইটে গিয়ে টিকিটের জন্য আবেদন করতে হবে।ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬০ মার্কিন ডলার (প্রায় ৫৩০০ টাকা)।
২০২৬ এ শুরু হতে চলেছে ফুটবলের মহারণ FIFA ওয়ার্ল্ড কাপ। এবছর থেকেই শুরু হচ্ছে টিকিট বিক্রি। FIFA জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিটের জন্য আবেদন, যেটা চলবে ১৯ তারিখ পর্যন্ত। আবেদনপত্র গৃহীত হলে সমর্থকরা ১ অক্টোবর থেকে টিকিট কাটতে পারবেন। FIFA.com/tickets এই সাইটে গিয়ে টিকিটের জন্য আবেদন করতে হবে। টিকিট কাটতে হলে VISA কার্ড থাকতেই হবে সমর্থকদের। ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬০ মার্কিন ডলার (প্রায় ৫৩০০ টাকা)। এবারে বিশ্বকাপ আয়োজন করছে তিন দেশ: ক্যানাডা, মেক্সিকো ও আমেরিকা।
- Related topics -
- খেলাধুলা
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- আমেরিকা
- কানাডা
- মেক্সিকো
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- উরুগুয়ে ফুটবল ফেডারেশন
- ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন