FIFA Expelled PAK | ফের পাকিস্তানকে নির্বাসিত করলো FIFA! এই নিয়ে গত ৮ বছরে তিনবার নির্বাসিত পাকিস্তান ফুটবল ফেডারেশন!
Friday, February 7 2025, 10:15 am

এই নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবে না পাকিস্তান।
গত আট বছরে তিনবার নির্বাসিত পাকিস্তান! ফের পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা। এই নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবে না পাকিস্তান। পাশাপাশি ফিফার থেকে কোনও রকম সহায়তাও পাবে না তারা। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘PFF তাদের সংবিধানে বদল আনতে ব্যর্থ হয়েছে। ফিফার নির্দেশ গ্রহণ করলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন করা যেত। তাই পাকিস্তানের নির্বাসন অবিলম্বে লাঘু করা হয়েছে। এছাড়া পাকিস্তান ফেডারেশনের কাজকর্মেও ফিফা রাশ টানছে।’