ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায় করে ফিফা।
Wednesday, December 23 2020, 11:04 am
Key Highlightsনতুন বিতর্কে জড়িয়ে পড়লেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট সেপ ব্লাটার। জ়ুরিখে জাদুঘর নিয়ে আর্থিক অসঙ্গতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে ফিফা। ফুটবলের নিয়ামক সংস্থার তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে, এই প্রকল্প নিয়ে আর্থিক অসঙ্গতির কারণে সেই সময়কার প্রাক্তন কর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উঠেছে বলেই এমন পদক্ষেপ। কারও কাছে গোপন নেই যে, জাদুঘর ছিল ব্লাটারেরই প্রকল্প। ব্লাটারের আইনজীবী যদিও বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন। ব্লাটারের বয়স এখন ৮৪। আর্থিক কারচুপির অভিযোগে ২০১৫-তে তিনি ফিফা প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হন।
- Related topics -
- খেলাধুলা
- ফিফা
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- সেপ ব্লাটার

