সেলিব্রিটিমজার কান্ড! ম্যাচের মাঝে জার্সি বদলাচ্ছেন ফিল্ডার রোহান মুস্তাফা, Social Media-তে ভাইরাল ভিডিয়ো

Key Highlightsতখন আবু ধাবির ২২ গজে জমে উঠেছে T10 League 2021। চলছিল আবু ধাবি ও নর্দার্ন ওয়ারিয়র্স-এর ম্যাচ। হঠাৎই নর্দার্ন ওয়ারিয়র্স-এর একজন ফিল্ডার রোহন মুস্তাফার কাণ্ড দেখে হেসে গড়াগড়ি গোটা স্টেডিয়ামের। ম্যাচ চলাকালীন ফিল্ডার রোহন মুস্তাফা জার্সি বদলাচ্ছিলেন, ফলে তাঁর নজর এড়িয়েই বল গলে গিয়ে বাউন্ডারি হয়। এই ঘটনায় অনেক হেসে মজার ছলে নিলেও, তাঁর এই কাণ্ড অনেকেই ভাল চোখে দেখেননি। এখন আবু ধাবির সেই দশ ওভারের ক্রিকেট বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়।