নৈহাটির শ্যামাপুজো মানেই বড়মা, সেই বড়মার ভক্তদের জন্য ব্যবস্থা করা হলো ভারচুয়ালি অঞ্জলির

Friday, November 5 2021, 11:33 am
highlightKey Highlights

নৈহাটির শ্যামাপুজো মানেই অরবিন্দ রোডের বড় কালী অর্থাৎ বড়মার পুজো। নৈহাটিতে বড়মার পুজোর উদ্বোধনের মাধ্যমেই শুরু হয় কালী আরাধনা। এমনকি বিসর্জনের ক্ষেত্রেও বড়মার পরই হয় অন্য প্রতিমার বিসর্জন।স্থানীয়দের বিশ্বাস বড়মার কাছে কোনও কিছু চাইলে মা সেই ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। তাই মায়ের আশীর্বাদ পেতে প্রতিবছর নৈহাটিতে ঢল নামে ভক্তের। তবে করোনা কারণে চলতি বছরে জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা, সেই জন্য পুজো উদ্যোক্তারা বড়মার ভক্তদের জন্য ভারচুয়ালি অঞ্জলির ব্যবস্থা করল। অর্থাৎ বাড়িতে বসেই সকলে বড়মাকে অঞ্জলি দিতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File