kolkata | এনআরসি 'জুজু' র ভয়? রিজেন্ট পার্ক থেকে উদ্ধার বৃদ্ধর ঝুলন্ত দেহ

রিজেন্ট পার্কে এক প্রবীণের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। রবিবার নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
রিজেন্ট পার্কে বৃদ্ধের রহস্যমৃত্যু। রবিবার নিজের বাড়ি থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্কের আনন্দপল্লি পশ্চিমের বাসিন্দা। মৃতের নাম দিলীপকুমার সাহা। ঢাকুরিয়ার একটি স্কুলে অশিক্ষক কর্মী হিসেবে কাজ করতেন এই প্রবীণ। রবিবার সকালে ডাকাডাকির পরও তিনি সারা না দেওয়ায় পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশই দরজা ভেঙে দিলীপ সাহার ঝুলন্ত দেহ উদ্ধার করে। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই এনআরসি হলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই ভয় পাচ্ছিলেন প্রবীণ।
- Related topics -
- শহর কলকাতা
- এনআরসি
- আত্মহত্যা
- কলকাতা পুলিশ