Japan Old Age Crisis News | একলা বাঁচার ভয়, সঙ্গ পেতে চুরি করে জেলে যাচ্ছেন জাপানের বৃদ্ধারা
Sunday, February 2 2025, 3:46 pm
Key Highlights
তোচিগি মহিলা সংশোধনাগারের এক আধিকারিক তাকাইয়োশি শিরানাগা বলেন, 'অসংখ্য মহিলা বন্দি মনে করেন, বাইরের দুনিয়ায় একা মরার থেকে জেলের ভিতর বন্দি থেকে মরা ঢের ভালো!'
শেষজীবনে একলা বাঁচার ভয়। শুধু এই কারণেই জাপানের বৃদ্ধারা আইন ভেঙে জেলে যাচ্ছেন! জাপানের তোচিগি মহিলা সংশোধনাগারের আধিকারিক তাকাইয়োশি শিরানাগা জানালেন, ''জাপানের অসংখ্য মহিলা বন্দি মনে করেন বাইরের দুনিয়ায় একা মরার থেকে জেলের ভিতর বন্দি থেকে মরা ঢের ভালো!'' পরিসংখ্যান বলছে, ২০০৩ সালের তুলনায় জাপানের সংশোধনাগারগুলিতে ৬৫ বছরের বেশি বয়সী মহিলা বন্দিদের সংখ্যা চারগুণ বেড়ে গিয়েছে। বন্দি প্রবীণ মহিলা আবাসিকদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি আবাসিক চুরি করেছেন মানুষজনের সঙ্গসুখ পাওয়ার জন্যে!
- Related topics -
- আন্তর্জাতিক
- জাপান
- জেল