খেলাধুলা

Mohun Bagan-FC Goa | ত্রিমুকুট জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের! সুপার কাপের সেমি ফাইনালে ৩-১ গোল করে শেষ হাসি হাসল FC গোয়া!

Mohun Bagan-FC Goa | ত্রিমুকুট জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের! সুপার কাপের সেমি ফাইনালে ৩-১ গোল করে শেষ হাসি হাসল FC গোয়া!
Key Highlights

লিগ শিল্ড এবং ISL কাপ জয়ের পর, মোহনবাগানের জেতা হলো না সুপার কাপ।

ত্রিমুকুট জয়ের স্বপ্নভঙ্গ সবুজ মেরুন শিবিরের। লিগ শিল্ড এবং ISL কাপ জয়ের পর, মোহনবাগানের জেতা হলো না সুপার কাপ। সেমি ফাইনালে ৩:১ গোলে জিতে শেষ হাসি হাসল এফসি গোয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে দেখা গিয়েছিল গোয়াকে। ২০ মিনিটে লিড নেয় তারা। গোয়ার হয়ে প্রথম গোল করেন ব্রাইসন ফার্নান্দেজ। তবে তিন মিনিটের মধ্যে সমতা ফেরায় মোহনবাগান। ৫৭ মিনিটে আসে তৃতীয় গোল। কর্নার থেকে বিশ্বমানের গোল করেন বোরহা হেরেরা।