'ফ্যাটি লিভার' - কি কি উপসর্গ দেখে সতর্ক হবেন, কি মেনে চলবেন? জানা যাক...

Friday, April 2 2021, 7:59 am
highlightKey Highlights

ফ্যাটি লিভার হল এমন একটি অবস্থা যা সম্প্রতি স্থূলত্বের হাত ধরে এসে আমাদের ঘাড়ে শ্বাস ফেলে। লিভারে অতিরিক্ত ফ্যাট জমা হওয়ার কারণে ঘটে 'ফ্যাটি লিভার'। আপনি যদি অতিরিক্ত ক্লান্তি, মানসিক বিভ্রান্তি, পেটের উপরের ডান অংশে পূর্ণ অনুভূতি, চেহারায় মেদ জমা, পেট এবং পা ফুলে যাওয়া, শরীরের প্রয়োজন অনুযায়ী জল খাওয়ার পরেও একটানা প্রস্রাবের রং হলুদ হতে থাকলে ও অতিরিক্ত দুর্গন্ধ থাকলে ফ্যাটি লিভারের পরীক্ষা করান, চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত ব্যায়াম করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ খান, নেশাদ্রব্য (মদ,সিগারেট) সেবন করবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File