Nicco Park | "পার্কের মধ্যে ছিল না চিকিৎসার ব্যবস্থা ", 'অ্যাম্বুল্যান্সে ছিল না অক্সিজেন"- নিকো পার্কের ঘটনায় বিস্ফোরক পরিবার
Thursday, July 17 2025, 2:40 pm
Key Highlightsপার্কের মধ্যে নূন্যতম চিকিৎসা পরিষেবা নেই বলে অভিযোগ তুলেছেন মৃত রাহুল দাসের বাবা সত্যজিৎ দাস।
বুধবার নিকো পার্কে জয় রাইড চড়ার সময় রহস্যময় মৃত্যু হয়েছে রাহুল দাস নামে এক কিশোরের। পার্ক কতৃপক্ষের দাবি, ছেলেটি আগে থেকেই অসুস্থ ছিল। যদিও মৃতের বাবা সত্যজিৎ দাস বলেন, “আমার ছেলের কোনও অসুস্থতা ছিল না। জিম করত। নিজের খাবার নিজে রান্না করে খেত। এমনকী কোনও ওষুধ পর্যন্ত খেত না।” তাঁর অভিযোগ ঘটনাকালে পার্কের মধ্যে কোনো চিকিৎসক ছিল না, যে অ্যাম্বুল্যান্স আনা হয়েছিল সেখানেও অক্সিজেনের ব্যবস্থা ছিল না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে পার্ক বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়েছেন সত্যজিৎ বাবু।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নিকো পার্ক
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- তদন্ত
- কলকাতা পুলিশ

