দেশদেশজুড়ে ন্যাশনাল হাইওয়েতে টোল প্লাজাগুলিতে ফাস্ট্যাগ বাধ্যতামূলক হয়েছে, না থাকলে দিতে হবে জরিমানা
সারা দেশের ন্যাশনাল হাইওয়েতে টোল প্লাজাগুলিতে টোল মেটাতে ফাস্ট্যাগ বাধ্যতামূলক হয়েছে। যে গাড়িতে ফাস্ট্যাগ থাকবে না, সেগুলিকে জরিমানা দিতে হবে। যদিও টু হুইলারগুলিকে ফাস্ট্যাগ-এর আওতার বাইরে রাখা হয়েছে। ২০১১-তে ফাস্ট্যাগ চালু হয়েছিল। ২০১৭-র পর সমস্ত যানেই ফাস্ট্যাগ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে চালক অথবা মালিককে টোল প্লাজা অতিক্রম করতে জরিমানা হিসেবে দ্বিগুণ টোল দিতে হবে। সরকারের পরিকল্পনা, ১৫ ফেব্রুয়ারি থেকে ১০০ শতাংশ টোল ফাস্ট্যাগের মাধ্যেমেই যাতে আদায় করা যায়। আপাতত, ন্যাশনাল হাইওয়েগুলিতে যত টোল ট্যাক্স আদায় হয়,তার ৮০ শতাংশই ফাস্ট্যাগ থেকে আসে।