ফ্যাশন

পুজোয় এবার লোপামুদ্রার বুটিকে ঐতিহ্যই ‘প্রথা’, শাড়ীর সম্ভারে থাকছে মটকা থেকে লাম্বানি

পুজোয় এবার লোপামুদ্রার বুটিকে ঐতিহ্যই ‘প্রথা’, শাড়ীর সম্ভারে থাকছে মটকা থেকে লাম্বানি
Key Highlights

জনপ্রিয় সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র যেমন অসাধারণ গান করেন ঠিক তেমনই গানের পাশাপাশি দক্ষ হাতে সামলান তাঁর বুটিক। লোপামুদ্রার বুটিক ‘প্রথা’ গত ৬ বছর ধরেই সনাতনী স্বাদ ফিরিয়ে আনছে বাঙালির সাজে। এ বছর পুজোতেও ‘প্রথা’ নিয়ে এল তাদের নতুন শাড়ির সম্ভার। সঙ্গীতশিল্পী বলেন, ‘‘আমরা চেষ্টা করি শাড়ির ঐতিহ্যকে ধরে রাখতে। প্রথাগত ঢঙেই শাড়ি হয় আমাদের, সে কারণেই বুটিকের এমন নাম। এ বারের পুজোর সম্ভারেও আছে সেই ছোঁয়াই।’’ সাদা, গোলাপি বা লালরঙা তসরের উপরে কাঁথার কাজ করা বেশ কিছু শাড়ি রয়েছে পুজোর সম্ভারে। আছে কর্নাটকের ইর্‌কল শাড়ি। উত্তর কর্নাটকের ইর্‌কল অঞ্চলের নামেই নামকরণ এই সিল্কের শাড়ির। বাংলার মটকা জামদানিও আছে পসরায়।