অর্থিক তছরুপের মামলায় প্রথম সারির তিন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী, মণীশ ও ঋতু কুমারকে সমন পাঠাল ইডি
Thursday, June 24 2021, 3:00 pm
Key Highlightsওষুধ পাচার ও জাল পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত পাঞ্জাবের কংগ্রেস নেতা সুখপাল সিং কালরার সঙ্গে লেনদেন হয়েছিল দেশের প্রথম সারির তিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়, মণীশ মালহোত্রা এবং ঋতু কুমারের। তাই এবার সেই সংক্রান্ত নানা জিজ্ঞাসাবাদের জন্য এই তিন ফ্যাশন ডিজাইনারকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইতিমধ্যেই বেশ কয়েকবার কালরাকে জেরা করেছেন ইডি’র তদন্তকারী অফিসাররা। এমনকি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও খতিয়ে দেখা হয়েছে।