আন্তর্জাতিক

Pakistan Richest Hindu | পাকিস্তানের সবথেকে ধনী হিন্দু, করেন অভিনয়, রয়েছে গিনেস বুক রেকর্ডও , কে তিনি?

Pakistan Richest Hindu | পাকিস্তানের সবথেকে ধনী হিন্দু, করেন অভিনয়, রয়েছে গিনেস বুক রেকর্ডও , কে তিনি?
Key Highlights

দীপক পারওয়ানি, জন্ম ১৯৭৪ সালে সিন্ধের এক হিন্দু পরিবারে। ২০ বছর বয়সে তৈরি করেন তাঁর নিজস্ব ব্র্যান্ড 'ডিপি'। ইনিই পাকিস্তানের সবথেকে ধনী হিন্দু।

দীপক পারওয়ানি, জন্ম ১৯৭৪ সালে সিন্ধের এক হিন্দু পরিবারে। ২০ বছর বয়সে তৈরি করেন তাঁর নিজস্ব ব্র্যান্ড 'ডিপি'। ব্রাইডাল ও ফরম্যাল কুর্তা তৈরিতে এই ফ্যাশন ডিজাইনারের খ্যাতি পাকিস্তানজুড়ে। দুনিয়ার সবচেয়ে বড় কুর্তা তৈরির গিনেস রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। অভিনয় করেছেন মেরে পাস পাস, পঞ্জাব নেহি যাউঙ্গির মত ধারাবাহিকে। ইনিই পাকিস্তানের সবথেকে ধনী হিন্দু। সম্প্রতি এক সাক্ষাতকারে 'ভারতে মানুষ অনেক সুখী। মানুষের জীবন অনেক গতিময়।' ইত্যাদি মন্তব্যের জন্যে ট্রোলড হচ্ছেন তিনি।