দিল্লির রাজপথে কৃষকদের ট্র্যাক্টর মিছিল, কেন্দ্রের সঙ্গে অষ্টম দফার বৈঠকে বসছেন কৃষকরা
Friday, January 8 2021, 10:26 am
Key Highlights৪৪ দিনে পা দিয়েছে দিল্লির কৃষক আন্দোলন। নিজেদের অবস্থানে এখনও অনড় কৃষকরা। কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনায় মধ্যস্থতা করতে চেয়ে নানকসর সম্প্রদায়ের তরফে বাবা লক্ষ্য সিংহ গতকাল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, তিন মূল কৃষি আইন বাদ দিয়ে সরকার যে কোনও প্রস্তাব প্রত্যাহার করতে এবং কৃষকদের বাকি যে কোনও দাবি মানতে রাজি। দ্রুত এই টানাপোড়েন মিটবে বলে আশাবাদী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
- Related topics -
- দেশ
- কৃষক আন্দোলন
- দিল্লী
- কেন্দ্র

