Key Highlights
বিতর্কিত কৃষি আইন নিয়ে কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে টানাপড়েন অব্যাহত। তার মধ্যেই কেন্দ্রীয় আইনে সমর্থন জানাতে দেখা গেল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার-কে। তাদের মতে, কৃষিক্ষেত্রে সংস্কারসাধনের সব রকম সম্ভাবনাই রয়েছে নয়া আইন ৩টির। কিন্তু এই নয়া আইন কার্যকর হওয়ার পথে যে বা যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের নিরাপত্তা দেওয়াও সরকারের কর্তব্য বলে জানিয়েছে আইএমএফ। শুক্রবার নবম দফায় আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্র। এখনও পর্যন্ত সম্পূর্ণ ভাবে ওই ৩টি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় কৃষকরা। বিষয়টি ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের নজরও কেড়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- কৃষক আন্দোলন
- কৃষি আইন