দেশ

Bluetooth Headphone | সোনি কিংবা মার্শালের ইয়ারবাড ব্যবহার করেন? অজান্তেই লিক হচ্ছে না তো গোপন কথা?

Bluetooth Headphone | সোনি কিংবা মার্শালের ইয়ারবাড ব্যবহার করেন? অজান্তেই লিক হচ্ছে না তো গোপন কথা?
Key Highlights

ভারত সরকার বোস, জাবরা, সনি এবং মার্শালের মতো বিখ্যাত ব্রান্ডগুলির ব্লুটুথ হেডফোন এবং ইয়ারবাডের ওপর নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ এনেছে।

বোস, জাবরা, সোনি এবং মার্শালের মতো বিখ্যাত ব্রান্ডগুলির ব্লুটুথ হেডফোন এবং ইয়ারবাডের ওপর নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত সরকার। ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা CERT জানিয়েছে, সোনি, মার্শাল ইত্যাদি কোম্পানির হেডফোন কিংবা এয়ারবাডকে সহজেই হ্যাক করা যাচ্ছে। নির্দিষ্ট ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকা যেকোনো এয়ারবাডকে যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারছে হ্যাকাররা। এর ফলে ব্যবহারকারীর কথোপকথন শোনা এবং এমনকি কল হিস্ট্রিও সহজেই পৌঁছচ্ছে আক্রমণকারীর হাতের মুঠোয়।