ক্রাইমফের ভুয়ো চিকিৎসক, যৌথ অভিযানে জলপাইগুড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত
সুদীপ্ত সর্দার নামে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের বাসিন্দা অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রোগী দেখতেন বলে বাঁকুড়ার বড়জোড়া থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ দায়ের হওয়ার পর গত ১ মাস ধরে ভুঁয়ো চিকিৎসক জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় গা ঢাকা দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বড়জোড়া থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। সোমবারই ধৃতকে ট্রানজিট রিমাণ্ডে নিয়েছে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ।