কলকাতায় ভুয়ো কল সেন্টারের নামে হাতিয়ে নেওয়া হয় আমেরিকার বাসিন্দাদের ডলার, গ্রেপ্তার ৪
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsখাস কলকাতা শহরই চালানো হত জালিয়াতি চক্র । বিশেষত মার্কিন মুলুকের বাসিন্দারাই কলকাতার এই জালিয়াতদের টার্গেটে ছিলেন। ভুয়ো কল সেন্টার খুলে সাহায্য করার নাম করে আমেরিকার বাসিন্দাদের ব্যাঙ্ক এর একাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছিল ডলার। অবশেষে জালিয়াতি ধরা পড়ে এবং লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায় করা হয়। তদন্ত শুরু করে পুলিশ তিলজলা ও কসবা এলাকা থেকে শেখ টিপু, আহমেদ ইরশাদ, জোহা খান ও শেখ কামালউদ্দিন নামে চার যুবককে গ্রেপ্তার করেছে।
- Related topics -
- ক্রাইম
- সাইবার ক্রাইম
- আমেরিকা
- লালবাজার
- গ্রেফতার
- শহর কলকাতা

