Fake Aadhaar-Pan | ChatGPT ব্যবহার করে কেবল Ghibli ছবিই নয়, তৈরী হচ্ছে জাল আধার কার্ড এবং প্যান কার্ডও!

Friday, April 4 2025, 2:14 pm
highlightKey Highlights

অভিযোগ, এই AI এর মাধ্যমে তৈরী হচ্ছে জাল আধার কার্ড এবং প্যান কার্ডও।


ChatGPT ব্যবহার করে তৈরী হচ্ছে জাল আধার কার্ড এবং প্যান কার্ড! OpenAIর এই AI টুলটি ছবি তৈরির ক্ষমতার অধিকারী হওয়ার পর, ব্যবহারকারীরা এর মাধ্যমে ৭০ কোটিরও বেশি ছবি তৈরি করেছেন। কিন্তু অভিযোগ, এই AI এর মাধ্যমে তৈরী হচ্ছে জাল আধার কার্ড এবং প্যান কার্ডও। তবে ChatGPT ব্যবহারকারীরা জানিয়েছেন, AI টুলটিকে আসল আধার কার্ড তৈরি করতে বললে, সে তা করতে অস্বীকার করে। কিন্তু ‘শিক্ষামূলক উদ্দেশ্যে’ একটি ছদ্ম সংস্করণ তৈরি করতে পারে। আর তাতে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি, লিঙ্গ, জন্ম তারিখ, QR কোড সবই থাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File