facebook-এর নাম বদল! সংস্থার নাম বদল নিয়ে বড় ঘোষণা করলো মার্ক জুকেরবার্গ
Tuesday, November 2 2021, 4:32 pm
Key Highlightsমার্ক জুকারবার্গ দীর্ঘদিনের অতীব জনপ্রিয় 'ফেসবুক' সংস্থার নাম বদলে দিলেন। মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার একটি লাইভ স্ট্রিমিংয়ে ফেসবুকের নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন। তিনি জানালেন, 'ফেসবুক এখন থেকে মেটা।' হঠাৎ করে নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে অবাক বিশ্ব। তিনি বলেন, মেটাভার্সে গোপনীয়তা এবং নিরাপত্তা তৈরি করা দরকার। বিভিন্ন রিপোর্ট উল্লেখ করেছে, বেশ কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্রান্ডিং করতে চেয়েছিলেন জুকারবার্গ। যেখানে facebook শুধুমাত্র আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে থাকবে না। এবার সেই লক্ষ্যে এগোতেই ফেসবুকের নাম পরিবর্তন করলেন জুকারবার্গ।
- Related topics -
- টেকনোলজি
- ফেসবুক
- মেটা
- মার্ক জুকারবাগ
- নাম পরিবর্তন

