পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে গুগল, ফেসবুক, ট্যুইটারের মতো সংস্থা।

Sunday, November 22 2020, 6:46 am
highlightKey Highlights

সম্প্রতি পাক সরকার ডিজিটাল কনটেন্ট সেন্সর করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলাম বিরোধী, সন্ত্রাসবাদের সমর্থক, পর্নগ্রাফি বা জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকর কিছু ইন্টারনেট-এ দেখানো যাবেনা জানায় পাক সরকার। এই ঘটনায় এশিয়া ইন্টারনেট কোয়ালিশন বা এআইসি-র তরফ থেকে এক বিবৃতিতে বলা হয় যেভাবে পাকিস্তান সরকার ইন্টারনেট কোম্পানিগুলোকে নিশানা করছে তাতে তারা শঙ্কিত। যে পদ্ধতিতে পাক সরকার কনটেন্ট সেন্সর করছে তাতে সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। প্রসঙ্গত, গুগল, ফেসবুক, ট্যুইটার– এআইসি-র সদস্য। সেক্ষেত্রে পাকিস্তানকে পরিষেবা দেওয়া সমস্যা হয়ে পড়বে সংস্থার সদস্যদের পক্ষে এবং পাকিস্তান থেকে পরিষেবা বন্ধ করতে বাধ্য হবে তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File