Ezra Street Fire | জতুগৃহ এজরা স্ট্রিট, 'অবৈধ নির্মাণ, ২২ বার আগুন লেগেছে'- দাবি কাউন্সিলারের, কী বললেন মেয়র?
Saturday, November 15 2025, 2:13 pm
Key Highlightsঅগ্নিকাণ্ডের ঘটনায় ফের প্রশ্নের মুখে ওই বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা। অভিযোগ খতিয়ে দেখে আগামী সপ্তাহে বৈঠকে বসা হবে বলেই জানিয়েছেন মেয়র।
সাতসকালে এজরা স্ট্রিটে ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়েছে বহুতল। ১০০র ও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরক দাবি করেছেন এলাকার কাউন্সিলার সন্তোষ পাঠক। তাঁর দাবি, “এটা ঘিঞ্জি এলাকা। ২২ বার আগুন লেগেছে। আগুন লাগার ঝুঁকি নিয়ে বহুবার দমকল, পুলিশ কমিশনারকে লিখেছি।.. কারও টনক নড়েনি।" তাঁর দাবি অবৈধ অপরিকল্পিত নির্মাণের জেরেই দুর্ঘটনা ঘটেছে। পাল্টা মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কতটা আইনি, কতটা বেআইনি নির্মাণ তা এখনই বলতে পারব না।” প্রমাণ পেলে অবৈধ নির্মাণ ভাঙা হবে, সাফ জানান মেয়র।
- Related topics -
- শহর কলকাতা
- ফিরহাদ হাকিম
- অগ্নিকান্ড
- অগ্নিপথ প্রকল্প
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- কলকাতা কর্পোরেশন

