আপনি কি চোখের তলায় কালি নিয়ে চিন্তিত, চলুন সমাধান জেনে নেওয়া যাক
Wednesday, January 20 2021, 11:06 am

বর্তমান জীবনে রাতের পর রাত জেগে কাজ করা থেকে শুরু করে চিন্তা, ক্লান্তি, জিনগত সমস্যা ইত্যাদি নানা কারণেই চোখে তলায় কালো ছাপ পরতে পারে, যাকে আমরা ডার্ক সার্কেল বলি। যা আমাদের কাম্য নয়। এর থেকে মুক্তি পেতে চোখকে বিশ্রাম দিতে হবে, নিয়মিত সানস্ক্রিন লাগাতে হবে। এর পাশাপাশি নিয়মিত সূর্যপ্রণাম, আই ম্যাসাজ করতে হবে। মাঝে মাঝে চোখে গরম ভাপ বা ঠান্ডা জলের ঝাপ্টা দিতে হবে। এতে শরীরের পাশাপাশি চোখ ভালো থাকবে।
- Related topics -
- লাইফস্টাইল
- চোখ
- সৌন্দর্য্য