Dire Wolf | প্রায় ১২,৫০০ বছর পর জিন প্রকৌশলের মাধ্যমে আবার জন্ম দিলো বিলুপ্ত ডায়ার উলফ!

Tuesday, April 8 2025, 4:07 pm
highlightKey Highlights

মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান, কলসাল বায়োসায়েন্সেস দাবি করেছে, তারা পৃথিবীর প্রথম সফল “ডি এক্সটিঙ্কশন” বা বিলুপ্ত প্রাণীর পুনর্জন্ম ঘটিয়েছে।


প্রায় ১২,৫০০ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিলো নেকড়ের প্রজাতি ডায়ার উলফ (Dire Wolf)। সেই বিলুপ্ত নেকড়েকে জিন প্রকৌশলের মাধ্যমে আবার ফিরিয়ে আনলো মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান, কলসাল বায়োসায়েন্সেস। এই প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা পৃথিবীর প্রথম সফল “ডি এক্সটিঙ্কশন” বা বিলুপ্ত প্রাণীর পুনর্জন্ম ঘটিয়েছে। ১৩ হাজার বছর পুরোনো দাঁত ও ৭২ হাজার বছরের পুরোনো খুলি থেকে DNA সংগ্রহ করে বিজ্ঞানীরা ‘Aenocyon dirus’ নামে পরিচিত এই বিলুপ্ত প্রজাতির জিনোম পুনর্গঠন করে পরীক্ষাগারে জন্ম দিয়েছেন তিনটি ডায়ার উলফের শাবক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File