বিজ্ঞান ও প্রযুক্তিএবার হোয়াটসঅ্যাপ চ্যাট-কে পিডিএফ-এ রূপান্তরিত করা যাবে। কিন্তু কিভাবে?
বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সার্ভিস হল হোয়াটসঅ্যাপ। এই প্লাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত থেকে অফিসিয়াল আলোচনা সব কিছুই হয়। আমাদের দেশে প্রায় ৪০ কোটিরও বেশি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এবার হোয়াটসঅ্যাপ চ্যাটকে পিডিএফ-এ রূপান্তরিত করতে প্রথমে চ্যাট এ গিয়ে ডানদিকে ওপর থাকা ৩ টি ডট-এ ক্লিক করতে হবে, সেখানে 'more' অপশনটিকে নির্বাচন করতে হবে। এরপর 'Export Chat' সিলেক্ট করে .txt ফাইলে চ্যাট ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে কম্পিউটারে খুলতে হবে এবং পিডিএফ-এ সেভ করতে হবে।