Lahore | অপারেশন সিঁদুরের পরই বিস্ফোরণ লাহোরে, ধোঁয়ায় ঢাকলো আকাশ, বাজলো বিপদ সাইরেন

Thursday, May 8 2025, 4:57 am
highlightKey Highlights

অপারেশন সিঁদুরের পর দিনই লাহোরে পরপর বিস্ফোরণ! বৃহস্পতিবার ধোঁয়ার চাদরে ঢাকল আকাশ। বেজে উঠল বিপদ সাইরেন।


বুধবার ভোরে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলির ৯টি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার ফের বিস্ফোরণে কাঁপলো লাহোর। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, লাহোরের ওয়ালটন বিমানবন্দরের নিকটবর্তী গোপাল নগর এবং নাসিরবাদ থেকে এই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরের ওয়ালটন বিমানবন্দর। পুলিশের দাবি, ড্রোন বিস্ফোরণ করানো হয়েছে। এই বিস্ফোরণের নেপথ্য কারণ জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File