Maharashtra Factory Blast | মহারাষ্ট্র্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ! একাধিক জনের মৃত্যুর আশঙ্কা!
মহারাষ্ট্র্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ! দুপুর পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে।
মহারাষ্ট্র্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ! দুপুর পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এখনও চলছে উদ্ধারকাজ। বেশ কয়েকজন গুরুতর জখম বলে জানা গিয়েছে। পিআরও ডিফেন্স নাগপুরের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের ভান্ডারার জওহরনগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রকের এই সংস্থার কারখানায় সিঙ্গল বেস ও ডবল বেস প্রপেল্যান্ট, রকেট, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরণ উৎপাদন করা হয়। ভান্ডারার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- বিস্ফোরণ
- মৃত্যু