Durgapur NIT | দুর্গাপুরে NITতে বিস্ফোরণ! ঝলসে গেলেন অধ্যাপক-পড়ুয়া! ভর্তি ICUতে!
Tuesday, April 15 2025, 1:39 pm

দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা NITতে বিস্ফোরণ!
দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা NITতে বিস্ফোরণ! জানা গিয়েছে, গবেষণার সময় ল্যাবরেটরির বাইরে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় আহত হয়ে ICUতে ভর্তি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক ও আকাশ মাঝি নামে এক ছাত্র। অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সূত্রে খবর, মঙ্গলবার সকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিংয়ের গবেষণার কাজ চলছিল। তখনই সেটি বিস্ফোরণ ঘটে। সেখানে থাকা কেমিক্যাল ছিটকে ঝলসে যান ওই অধ্যাপক এবং এক পড়ুয়া।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দুর্গাপুর
- বিস্ফোরণ