মহিলাদের জন্য প্রতি থানায় থাকবে‘হেল্প ডেস্ক’! নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার।
Saturday, December 19 2020, 8:08 am

রাতের শহর অনেক বেশি ভয়ঙ্কর, তাই রাতে আরো বেশি করে নজরদারি বাড়ানোর নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেই সঙ্গে প্রতি থানায় মহিলাদের জন্য আলাদা করে ‘হেল্প ডেস্ক’ রাখার পরামর্শও দিয়েছেন তিনি। শুক্রবার থানার ওসি, সহকারী ওসি-সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনার। সেখানে শহরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সামনেই ভোট। তার আগে থানা এলাকায় নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বিশেষ করে রাতের শহরে টহলদারির উপরে জোর দিতে বলা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- পুলিশ কমিশনার অনুজ শর্মা
- হেল্প ডেস্ক