Olympic 2028 | লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে অলিম্পিক ২০২৮, তবে ক্রিকেট ম্যাচগুলি খেলা হবে ৪ হাজার কিমি দূরে

Tuesday, October 29 2024, 12:11 pm
Olympic 2028 |  লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে অলিম্পিক ২০২৮, তবে ক্রিকেট ম্যাচগুলি খেলা হবে ৪ হাজার কিমি দূরে
highlightKey Highlights

লস অ্যাঞ্জেলসে অলিম্পিক অনুষ্ঠিত হলেও ক্রিকেট ম্যাচগুলো হতে পারে ৪ হাজার কিমি দূরে, অর্থাৎ নিউ ইয়র্কে।


আগামী অলিম্পিক অনুষ্ঠিত হবে ২০২৮ সালে, আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। তবে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক অনুষ্ঠিত হলেও ক্রিকেট ম্যাচগুলো হতে পারে ৪ হাজার কিমি দূরে, অর্থাৎ নিউ ইয়র্কে। চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে। সেখানে প্রচুর দর্শক হয়েছিল। এতে উপমহাদেশের ক্রিকেটের তুমুল জনপ্রিয়তার আঁচ পায় ক্রীড়াবিশ্ব। আর সেটা মাথায় রেখেই অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলি খেলা হবে নিউ ইয়র্কে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File