বিনোদন

Allu Arjun । রোববার রোববার যেতে হবে থানায় ! আল্লু অর্জুনকে নির্দেশ দিলো আদালত

Allu Arjun । রোববার রোববার যেতে হবে থানায় ! আল্লু অর্জুনকে নির্দেশ দিলো আদালত
Key Highlights

জামিন পেলেও প্রতি রবিবার থানায় হাজিরা দিতে হবে আল্লু অর্জুনকে। এমনই নির্দেশ দিয়েছে হায়দরাবাদ আদালত।

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ও এক বালকের হাসপাতালে ভর্তি থাকার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আল্লু অর্জুনকে। গত ৩ জানুয়ারি সেই মামলায় স্থায়ী জামিন পান আল্লু। তবু প্রতি রবিবার থানায় হাজিরা দিতে হবে আল্লু অর্জুনকে, নির্দেশ দিয়েছে হায়দরাবাদ আদালত। এর জেরে রবিবার চিক্কড়পল্লি থানায় হাজিরা দিলেন ‘পুষ্পা’। দু মাস ১০টা থেকে বেলা ১টার মধ্যে হাজিরা দিতে হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের বাইরে যাওয়া বন্ধ করা হয়েছে আল্লুর।